Ahasan

Blog এর লেখা রঙ্গীন এবং ফ্রন্ট ছোট-বড় করা ত আপনারা শিখে ফেলছেন।
কিন্তু মাত্র ৭ টা color এ আমার মন ভরল না।
Blog চাই হাজার হাজার colour এ রঙ্গীন করতে।

এজন্য আপনাকে তেমন কিছুই করতে হবে না। আমি নিচে একটি এইচ-টি-এম-এল এর কোড দিচ্ছি এটি লেখার প্রথমে paste করে পছন্দ সই কলার code এবং কত সাইজের ফ্রন্ট চান সেই সাইজের ভেল্যু উল্ল্যেখ করে দিলেই আপনার লেখা আপনার মনের মত রঙ্গীন হয়ে উঠবে এবং সাইজ ও বড় ছোট করা যাবে।

p style="font-size: 20pt; color: #cc0033"

এই লাইনটা copy করে শুরুতে এবং শেষে < >এই কোডটি লাগিয়ে দিবেন এবং color code chart থেকে পছন্দ মত color code দিবেন। ৬ digit color code এ যেকোন ৬ টা digit দিলেই ১ টা নতুন color হয়ে যাবে।
0 Responses